গার্লফ্রেন্ড শারীরিকভাবে উত্তেজিত হয়েছে কিনা তা বুঝব কী করে?

১. একজন নারী উত্তেজিত হয়ে পড়লে বা কামবিহ্বল হলে তার দুটি চোখ অর্দ্ধনিমীলিত ও রক্তবর্ণ ধারণ করে।
২. জোরে জোরে নিশ্বাস ফেলতে থাকেন।
৩. চেহারার মধ্যে উত্তেজনার ভাব স্পষ্ট ফুটে ওঠে।
৪. হাত পা শিথিল হয়ে যায়।
৫. চোঁখ বন্ধ করে থাকতে চান।
৬. শারীরিক উত্তেজনায় ঠোঁট দুটি হা করে চুম্বন করতে অগ্রসর হন।
৭. শারীরিকভাবে গরম অনুভূতি পেয়ে থাকেন এবং এক ধরনের ঝিমঝিম ভাব কাজ করে।
৮. নারীটির লজ্জা কমে যায়, পুরুষ তার অঙ্গ স্পর্শ করলে সে তাতে বাধা দেয় না।
৯. পুরুষ তার গোপন স্থানে হাত দিলে বা চাপ দিলে তিনি তা উপভোগ করেন।
১০. সব রকম ভয়, সঙ্কোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে।
No comments:
Post a Comment